এ সময় অনেকেই সর্দি-কাশি ও গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে এ সময় ছোট-বড় সবাই কমবেশি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন! একইসঙ্গে করোনা আক্রান্তের সংখ্যাও ততটা কমেনি। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেড়েছে। এই কঠিন সময় সুস্থ থাকাটা চ্যালেঞ্জের বিষয়। তাই এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সহজেই যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন।