সত্তর ও আশির দশক। বাংলাদেশ এবং আফগানিস্তানের দিকে চোখ পড়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। সময়টা ছিল স্নায়ুযুদ্ধের। বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক মতাদর্শের গতিপ্রবাহ থামানোর জন্য প্রতিবিপ্লব ঘটানোর মিশনে ব্যস্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ঠিক সেই সময়, বাংলাদেশ ও আফগানিস্তান একটি বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু দুর্ভাগ্য যে, দুটি দেশকেই প্রতিবিপ্লবের টার্গেটে পরিণত করলো যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের ক্ষেত্রে একপর্যায়ে ব্যর্থ হলেও, তারা কিন্তু সফল হলো আফগানিস্তানে। তারপর থেকে দীর্ঘ চার দশকের বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে আফগানিস্তান।