গোলযোগপূর্ণ অবস্থার মধ্যদিয়ে আফগানিস্তানে উদ্ধার অভিযান পরিচালনা করার কারণে কয়েকশ মার্কিন নাগরিক এখনো আফগানিস্তানে আছেন বলে জানিয়েছেন, আফগানিস্তানে অস্থায়ী ভিত্তিতে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া মাইক জ্যাসন।
মাইক জ্যাসন বলেন, তার সঙ্গে কাজ করা একটি স্বেচ্ছাসেবী গ্রুপ জানিয়েছে, তাদের সঙ্গে গ্রিনকার্ডধারী অন্তত ৭৮ ব্যক্তির যোগাযোগ হয়েছে। ওই গ্রুপটি আরো ৪৫ জন মার্কিন নাগরিককে শনাক্ত করেছেন যারা আফগানিস্তানে আটকা পড়েছেন। তবে তাদের সঙ্গে পরিবারের আরো ২৫০ জনের বেশি রয়েছেন। এসব হিসাব দেখিয়ে মাইক জ্যাসন বলেন, সব মিলিয়ে আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকের আনুমানিক সংখ্যা হবে ৪০০ জনের মতো।