গিনির রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। রোববার এ গোলাগুলি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সামরিক শক্তি দখল এবং অভ্যুত্থান প্রচেষ্টার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে দেশটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজধানীর কোনাক্রির কালৌমের প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি শুরুর সময় ৮৩ বছর বয়সী প্রেসিডেন্ট আলফা কনডে বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি। গত বছর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কনডে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, সাংবিধানিক মেয়াদের সীমা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।