ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। বর্তমানে পানি বেড়ে প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে ফসলি জমির ক্ষেত।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।