করোনাভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে শিক্ষার্থীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন শিক্ষা কর্মকর্তারা।
পুনরায় ক্লাস শুরু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত না হলেও শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাসে ফেরানো এবং শ্রেণিকক্ষে দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধির সবগুলো নির্দেশনা মেনে চলার কথা বলছেন তারা।