জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালায় কাজ করছিলেন। এ সময় টিনের চালা বিদ্যুতায়িত হলে কাঠমিস্ত্রি রুবেল মিয়া পৃষ্ট হয়ে মারা যান। বাবাকে জড়িয়ে ধরতে গিয়ে তার শিশু সন্তান এনায়েতও (৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়।