নিজেদের কাজ করার অধিকার, ভবিষৎ সরকারে নারীদের ভূমিকা এবং তালেবানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে নারীরা। শনিবার (৪ সেপ্টেম্বর) অন্তত ৫০ জন নারী প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর আল-জাজিরা।
২৬ বছর বয়সী রাজিয়া বারাকজাই বলেন, বিক্ষোভ মিছিলটিকে অর্থমন্ত্রণালয়ের কাছে থামিয়ে দিয়ে তালেবান ঘিরে রাখে এবং সামনে অগ্রসর হতে বাধা দেয়। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলাম কিন্তু তালেবান যেকোনো মূল্যে বিক্ষোভ থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুড়া নিক্ষেপ করা হয়।