লাশের রাজনীতি, রাজনীতির লাশ

সমকাল হাসান তারিক চৌধুরী প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬

জাতীয় সংসদ ভবন এলাকা অর্থাৎ চন্দ্রিমা উদ্যান থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানো হবে কিনা- এ নিয়ে সপ্তাহজুড়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর বর্তমান স্থান থেকে সরানোর যুক্তি হিসেবে সরকারের একজন মন্ত্রী বলেছেন, যেহেতু এই কবরে জিয়াউর রহমানের লাশ কখনোই ছিল না, তাই জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তার স্বার্থে এ কবর অন্যত্র সরিয়ে নিতে কোনো আপত্তি থাকা উচিত নয়। সরকারি দলের বেশকিছু নেতা এর সঙ্গে আরও যুক্ত করেছেন বিভিন্ন সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের সৃষ্ট হট্টগোলের প্রসঙ্গ। ফলে তারা উল্লিখিত কবর সরানোর যুক্তি হিসেবে যে শুধু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশের অস্তিত্বের প্রসঙ্গটিই এনেছেন, তা নয়; বরং এর সঙ্গে জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলার প্রসঙ্গ বেশ জোরের সঙ্গেই তুলে ধরছেন। বিরোধী বিএনপির দিক থেকে প্রয়াত রাষ্ট্রপতির ময়নাতদন্ত রিপোর্ট প্রদর্শন, আরেক রাষ্ট্রপতি এরশাদকে কবরে জিয়াউর রহমানের লাশ থাকার সাক্ষী হিসেবে উল্লেখ করা ইত্যাদি যুক্তি হিসেবে হাজির করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us