করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রতিষেধক হিসেবে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৯৯ হাজার ২৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ২৫২ জন।
এ নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জনে। তাদের মধ্যে পুরুষ এক কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জন ও নারী ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।