জলাশয়ে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির। সে সময় পাড় থেকে দেখছিলেন অনেকেই। দূর থেকে কুমিরের ভালো ছবি তোলা যাচ্ছিল না। তাই একটি ছোট ড্রোন পাঠানো হয়েছিল স্পষ্ট ছবি তোলার জন্য। ড্রোনটি উড়তে উড়তে কুমিরের মুখের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল।
ঠিক সেই সময়ই সবাইকে চমকে দিয়ে এক লাফে ড্রোনটিকে মুখে পুরে নেয় কুমিরটি। তারপরই চিবাতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় কুমিরটির মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে।