চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কলাবাহী পিকআপভ্যানের চালকের সহকারী (হেলপার) মনিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মনিরুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজে ঘটনাস্থলে যায়।