আলাউদ্দিন ঢালী ছয় জনের একটি দল নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে। কিন্তু, পাঁচ দিন পর গত সোমবার মাত্র চার থেকে পাঁচ মণ ইলিশ নিয়ে তিনি পটুয়াখালীর মহিপুরে আসেন। প্রায় দেড় লাখ টাকা খরচ করে যে পরিমাণ মাছ পেয়েছেন তার মূল্য দেড় লাখ টাকার কম।
মহিপুর মৎস বন্দরে জেলে আবু তালেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'নদী ও সাগরের মোহনায় যেখানে ৫০ ফুট থেকে ১০০ ফুট পানি থাকার কথা সেখানে কোথাও কোথাও ১০-১২ ফুট পানি আছে।'
তিনি মনে করেন, মোহনার যে অংশ দিয়ে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসে সেই অংশে নাব্যতার অভাব। ফলে সমুদ্রের মাছ ইলিশ নদীতে ঢুকতে পারছে না।