বাংলাদেশের বুদ্ধিজীবীতা ও ‘জি হুজুরের’ দল

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫

একবার এক চিত্রকর সমগ্র পৃথিবীকে একটি ক্যানভাসে সাজাতে চাইছিলেন। কিন্তু কিছুতেই পারছিলেন না। কোথায় যেন, কীভাবে যেন, কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হলেন; তিনি উপলব্ধি করলেন, জীবনের তথা সমাজ ও রাষ্ট্রের বিরাজমান বিপত্তি ও অনিয়ম তাঁকে পৃথিবীটাকে সাজাতে দিচ্ছে না। কারণ, ইকুয়িলিব্রিমিয়ামহীন তথা ভারসাম্যহীন পৃথিবী তো সাজানো যায় না।


একজন চিত্রকর বুদ্ধিজীবীরই এক রূপ। পৃথিবীকে সাজাতে চাইলে ওই বিপত্তি ও অনিয়মগুলো দূর করতে হবে আগে। বুদ্ধিজীবীর ভূমিকা তাই সব বিপত্তি ও অনিয়ম দূর করে পৃথিবীকে একটি ভারসাম্য অবস্থায় পৌঁছে দেওয়া। বুদ্ধির কাজ করে বা বিদ্যাদান করে জীবিকা নির্বাহ করেন যাঁরা, সমাজে ও রাষ্ট্রে তাঁদের ভূমিকা বিষয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us