ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। মোদির মুখে টেনশন। ওদিকে গোয়েন্দা অফিসে থুতনিতে হাত রেখে ডিজিটাল পর্দায় তাকিয়ে কী যেন দেখছেন গোয়েন্দা-প্রধান। হাতে কাগজপত্র নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে একদল এজেন্ট। আইটি কর্মীরা নির্ঘুম চোখ রাখছে সদ্য গজিয়ে ওঠা জঙ্গি গ্রুপগুলোতে। মিটিং ডেকে তড়িঘড়ি একটি হাই-লেভেল মনিটরিং গ্রুপ গঠনের নির্দেশ দিলেন মোদি। আফগানিস্তানে কী হয় না হয়, বড় ধরনের হামলার ছক কষছে কিনা, পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ভারতে সিঁধেল চোরের মতো ঢুকে পড়ছে কিনা; কত কী দেখবে একসঙ্গে! খানিক পর ক্রেমলিনে ক্রিং ক্রিং করে বেজে উঠলো ফোন। রিসিভার তুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ঢোক পানি গিলে, ঘামটা মুছে মুখে কাষ্ঠ হাসি এনে নরেন্দ্র মোদি বললেন, ‘হ্যালো মিস্টার প্রেসিডেন্ট।’