সেলিম রায়হান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক। কোভিড-১৯ মোকাবিলায় সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের নানা দুর্বলতা উঠে আসে সানেমের সাম্প্রতিক জরিপে। ওই জরিপের বিভিন্ন দিক ছাড়াও কোভিডকালীন স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের ক্ষতি এবং সার্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান