নওগাঁয় কমেছে কাঁচামরিচের দাম। গত এক মাস আগে প্রতি কেজি কাঁচা মরিচ যেখানে পাইকারিতে ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল তা এখন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা বাজারে যেখানে ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল তা এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে দাম কমে যাওয়ায় হতাশ মরিচ চাষিরা।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের বাম্পার ফলন হয়।