আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা কার্যত সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের শাখা সংগঠন আইএস-খোরাসান আত্মঘাতী হামলা চালিয়েছে। এ হামলার প্রতিশোধ নিতে ড্রোন হামলা ও রকেট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
আফগানিস্তানজুড়ে ভয়ের পরিবেশের মধ্যে বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সংবাদকর্মীরা। শনিবার এক খোলা চিঠিতে এ আহ্বান জানান সংবাদকর্মীরা।