বিগত বছরে এই সময় বরগুনার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীর ইলিশ ও বিভিন্ন মাছের বাজার সয়লাব থাকলেও এবছর ইলিশের ভরা মৌসুমে উপকূলীয় জেলার বিষখালী ও বুড়ীশ্বর (পায়রা) নদীতে ইলিশ ধরা পড়েছে না। প্রতিদিন জেলেরা জাল ফেলে ফিরে আসছে শূন্য হাতে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। পূর্ণিমার তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে-ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে।