চাপা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই কাবুলে উদ্ধার অভিযান শেষ করার পথে, যুক্তরাষ্ট্র। রোববার, পেন্টাগন জানিয়েছে- ১ হাজারের মতো বেসামরিক মানুষকে সরানোর পরই, দেশে ফিরবে মার্কিন বহর। এদিকে, হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত তালেবানও। আরও ভিডিওতে।