বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা নিতে ভারত গমনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে মেডিকেল ভিসায় তিন হাজার ৮৩ জন বাংলাদেশি ভারত গেছে। এই সময়ে গত শুক্রবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ভারত গেছে। কোভিড-১৯ এর কারণে নিষেধাজ্ঞার পর শর্ত দিয়ে মেডিকেল ভিসা চালু হলেও ভ্রমণ ভিসা এখনও চালু হয়নি।