আফগানিস্তানে তালেবানেরা এখনো শাসন ক্ষমতায় সুস্থিরভাবে বসতে পারেনি। তবে তারা বসবে। পশ্চিমা শক্তিগুলোই বসাবে। এখন দর কষাকষি চলছে। যারা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভুল করে মার্কিন সৈন্য অপসারণ করেছেন তারা আসল পরিস্থিতি বুঝতে পারেননি। বাইডেন এই ভুলটি ইচ্ছা করেই করেছেন। বিদেশে মার্কিন সৈন্য রাখা এখন মার্কিন অর্থনীতির ওপর অসম্ভব চাপ। তার ওপর কাবুলে একটি তাঁবেদার সরকার যেভাবে দুর্নীতিবাজ হয়ে উঠেছে তা মার্কিন সৈন্যদের মধ্যেও অনুপ্রবেশ করেছে। তারা চাষিদের পপি চাষে উত্সাহিত করছে এবং অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।