বায়ুমণ্ডলে ওজোনস্তরের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা শুরু হয় তিন দশক আগে। আমরা অনেকেই জানি, সূর্যের অতি বেগুনি রশ্মি যাতে সরাসরি পৃথিবীপৃষ্ঠে না আসে সে কাজটি করে থাকে বায়ুমণ্ডলের ওজোনস্তর। দেখা গেছে, ব্রোমাইট ও ক্লোরিনযুক্ত রাসায়নিক পদার্থের প্রসারণের ফলে বায়ুমণ্ডলের সমতা নষ্ট হচ্ছে। সৃষ্টি হচ্ছে গহ্বরের। বিশেষত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্টাইরোফোম, স্প্রে শিল্প ইত্যাদিতে ব্যবহূত ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) এবং আগুন নেভানোর জন্য হ্যালন নামক রাসায়নিকের ব্যবহার অত্যধিক বেড়ে যাওয়ার ফলে ওজোনস্তরে ক্ষত সৃষ্টি হচ্ছে।