রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মাহাফুজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে আলী হায়দারের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির মা সেলিনা বলেন, দুপুরে শিশু মাহফুজ বাড়ির সামনে খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অরুন্থিয়া সোমা তাকে মৃত ঘোষণা করেন।