সুদের হার বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এই প্রথম এশিয়ার কোনো বড় অর্থনীতি তাদের নীতিনির্ধারণী সুদের হার বাড়াল। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কোরিয়া সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ করেছে। আগের সুদের হার ছিল রেকর্ড পরিমাণ কম। তিন বছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়াল দক্ষিণ কোরিয়া। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।