ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) নজিরবিহীন সব দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে। অভিনব কায়দায় অর্থ আত্মসাতের পর এবার আমানত সংগ্রহ করতে ঘুস দেওয়ার তথ্য পাওয়া গেছে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে বিভিন্ন ধরনের এক হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করার জন্য এজেন্ট কমিশন হিসাবে ৬৪ কোটি টাকা ঘুস দেওয়া হয়েছে তিন ব্যক্তিকে। চেকের মাধ্যমে আমানত সংগ্রহের এজেন্ট বলে খ্যাত নূর মোহাম্মদ, রাসেল ও রাজ্জাক এসব চেক গ্রহণ করে টাকা নগদায়ন করে নেন।
আর্থিক লেনদেনে স্তরে স্তরে ভয়ংকর এমন দুর্নীতির কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। মার্চে ওই দুই কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন গ্রেফতার করেছে।