জাতীয় নির্বাচনের প্রায় আড়াই বছর বাকি থাকতেই ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভেতরে ভেতরে নানা তৎপরতা শুরু করেছে রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপিও। নিয়েছে তৃণমূলকে শক্তিশালী করার উদ্যোগ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে এক দফা দাবিতে 'নতুন রূপে' আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের প্রায় আড়াই বছর সময় বাকি থাকলেও এ নিয়ে ভেতরে ভেতরে নানামুখী তৎপরতা শুরু করেছে রাজনীতির মাঠে কোণঠাসা দলটি। বিশেষ করে বিশ্বস্ত, ত্যাগী ও সাহসী নেতাকর্মীদের নেতৃত্বে এনে দলকে তৃণমূল থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে হাইকমান্ড। একই সঙ্গে অভিন্ন দাবিতে বাম-ডানসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে 'বৃহত্তর জাতীয় ঐক্য' গড়ার উদ্যোগ নিয়েছে দলটি।