জাতীয় নির্বাচনের প্রায় আড়াই বছর বাকি থাকতেই ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভেতরে ভেতরে নানা তৎপরতা শুরু করেছে রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপিও। নিয়েছে তৃণমূলকে শক্তিশালী করার উদ্যোগ
প্রায় আড়াই বছর সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রথমেই তৃণমূল পর্যায়ে সংগঠন গুছিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। এরপর সুনির্দিষ্টভাবে চারটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এগুলো হচ্ছে- তিনশ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য মাঠ পর্যায়ে নিবিড় জরিপ, নির্বাচনী জোটের পরিধি বৃদ্ধি, ১৪ দলীয় জোটের ঐক্য আরও অটুট এবং বাম ঘরানার রাজনৈতিক দলসহ ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।