সারাদেশে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জনকে করোনা (কোভিড-১৯) টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।