শঙ্কা নয়, প্রস্তুতি প্রয়োজন

সমকাল গোলাম সাব্বির সাত্তার প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ০৭:৪৬

দেশে বন্যার প্রকোপ শুরু হয়েছে। রীতিমতো তা সংহারি হয়ে উঠছে। বাংলাদেশে বন্যার এ পরিণতি সাধারণত বর্ষা ও শরৎ ঋতুতে কূলপ্লাবী হয়ে ওঠে। আমরা দেখেছি, বর্ষার ভরা নদী সহসাই রূপবতীর রূপ ত্যাগ করে জল্লাদ-জলে পরিণত হয়। এই সময় সাধারণত প্লাবনভূমির সন্নিহিত অঞ্চলগুলো স্বাভাবিক বন্যার কবলে পড়ে। বাংলাদেশে যে তিন ধরনের বন্যা হয় তার মধ্যে বর্ষাকালের মৌসুমি
বন্যা অন্যতম। এ সময় বন্যার জল নদীবাহিত হয়ে মহাকর্ষজ বলের টানে সমুদ্রপালে ছোটে।


অক্ষাংশ-দ্রাঘিমাংশের নিরিখে বাংলাদেশের যে প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক অবস্থান, তা অনেকটাই বন্যা-সহায়ক। বাংলাদেশে প্রবহমান ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টি এসেছে ভারত থেকে। বাংলাদেশে এসব নদীর গড় জলপ্রবাহের মাত্রা প্রায় ১১০৫ ঘন কিলোমিটার প্রতিবছর। এর মধ্যে ৮৫% জুন-অক্টোবর মাসে প্রবাহিত হয়। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী ত্রয়ীর পলল বহনের সক্ষমতা প্রায় এক ট্রিলিয়ন ঘনমিটার প্রতিবছর এবং এগুলোর অববাহিকার সম্মিলিত আয়তন প্রায় ১.৫৫ মিলিয়ন বর্গকিলোমিটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us