জনবসতির শেষ প্রান্তে খাল। খালের ওপারে বনজঙ্গলঘেরা পাথুরে পাহাড়। চলাচলের জন্য কোনো সড়ক নেই। সেই খালের ওপর ৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে একটি সেতু, যা মানুষের কাজে আসছে না।
যান চলাচল যেহেতু নেই, তাই এলাকাবাসী সেতুটির ওপর ধান শুকায়। কেউ কেউ সেতুর রেলিং (প্রতিরক্ষা দেয়াল) কাপড় শুকাতেও ব্যবহার করেন।