বাংলাদেশ ক্রিকেটে আলোচনা আর সমালোচনা- পুরোটা জুড়ে থাকেন সাকিব আল হাসান। চলমান জৈব সুরক্ষা বলয়ের উত্তাপের মধ্যেও ঘুরেফিরে আসছে একটি নাম, তিনি সাকিব। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দলের সবাই ২ দিনের হোম কোয়ারেন্টাইন করছেন। আগামী ২৪ আগস্ট উঠবেন হোটেলে। সেখানে ৩ দিনের কোয়ারেন্টাইন। তবে বাকিদের সঙ্গে কোয়ারেন্টাইন শুরু করতে পারছেন না সাকিব।
অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটি কাটাতে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যান টাইগার অলরাউন্ডার। বর্তমানে সেখানেই আছেন তিনি। ছুটি কাটিয়ে কবে ফিরবেন সাকিব, কবে যোগ দিবেন দলের সঙ্গে? সে প্রশ্ন আসছে ঘুরেফিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলা নিয়ে শঙ্কা নেই, তবে নির্দিষ্ট সময়ে কোয়ারেন্টাইনে প্রবেশ করতে পারছেন না তিনি। আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে ঢাকায় পা রেখে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন বাঁহাতি অলরাউন্ডার।