You have reached your daily news limit

Please log in to continue


দুই শিশু, জাপানি আইন এবং অতি উৎসাহী ঢাকা পুলিশ

বাংলাদেশের প্রথম সারির দু'টি পত্রিকার শিরোনাম দিয়েই লেখা শুরু করি৷ একটি পত্রিকার শিরোনাম, ‘‘জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার''৷ অন্যটি লিখেছে, ‘‘জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার করেছে সিআইডি''৷ কোনো ইস্যুতে মানুষের নিজস্ব মতামত তৈরি করতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ শিরোনামগুলো আমার বিবেচনায় ঘটনার সঙ্গে মানানসই হয়নি৷ কারণ, ১০ ও ১১ বছর বয়সি সন্তান দু'টি শুধু জাপানি নারীর একার নয়, বাঙালি বাবারও৷ আমরা সবক্ষেত্রে যখন নারী-পুরুষ সমতার কথা বলি, তখন কেন এই সন্তান দু'টিকে এককভাবে শুধু মায়ের বলছি সেটা আমার কাছে বোধগম্য নয়৷ বরং এই শিরোনাম এবং প্রতিবেদনের ভাষা এমন যে মনে হবে বাবা তার দুই সন্তানকে বাংলাদেশে এনে বড় কোন অপরাধ করে ফেলেছেন৷ দু'টো সংবাদের একটিতেও বাঙালি বাবা বা তার আইনজীবীর বক্তব্য নেয়া হয়নি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন