আগামী অক্টোবর মাসেই ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। একইসঙ্গে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এবার শিশুদের মধ্যে আরও বেশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সোমবার এক রিপোর্টে এমন তথ্যই জানিয়েছে ভারতের ন্যাশনাল ইনস্টটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এনআইডিএম)।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে ইতোমধ্যেই করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত করেছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশটিতে ‘আর ভ্যালু’ ১-এর ওপর উঠে গেছে। এক জন সংক্রমিত রোগী থেকে কত জন আক্রান্ত হচ্ছেন, তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভুল থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবিলা করা হয়, রিপোর্টে সেই পরামর্শও দেওয়া হয়েছে।