আফজাল আলীর মৃত্যু এবং মঈন-ফখরুদ্দীদের বিদায় ঘণ্টা

জাগো নিউজ ২৪ মশিউর রহমান প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ১৩:৫৬

আফজাল আলী একজন রিকশাচালক। শিক্ষার্থীদের এক হল থেকে অন্য হল, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে বহন করে জীবিকা নির্বাহ করে। হাজারো কষ্ট জীবনে থাকলেও কারো কাছে হাত পাতেননি কখনো। ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। ২০০৭ সালের ১৬ই জুলাই মিথ্যা মামলায় গ্রেপ্তার হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ২২শে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নৃশংসভাবে নিহত হন রিকশাচালক আফজাল আলী। কিন্তু সেই স্মৃতিটাও আমরা কেউ ধরে রাখিনি। আমি রিকশাচালক আফজাল আলীর কথাই বলছি আজ।


২০০১ সালে ক্ষমতায় এসেই বিএনপি-জামায়াত নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েই আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধীদের পুর্নবাসন শুরু করে। দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, চুরি, ডাকাতি, সংখ্যালঘু নির্যাতন, হাওয়াভবন, স্বজনপ্রীতি, বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গি উত্থান, ভুয়া ভোটার বানানো, গনতন্ত্র হত্যা সহ সব কিছুই করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১শে অগাস্ট জনসভায় গ্রেনেড হামলাসহ সমাজে যত বীভৎস অসভ্যতা আছে কোনটিই করতে বাদ রাখেনি। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যখনই আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে সেটিকে কলুষিত, কলঙ্কিত ও ষড়যন্ত্রে পরিপূর্ণতা দিয়েছে বিএনপি। ভুয়া ভোটার বানিয়ে ২০০৭ সালের বাইশে ডিসেম্বর আবার বিএনপি একা একা নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ সেটি মেনে নেয়নি। প্রতিবাদ করেছে। শত শত লাশ পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। অবশেষে সৃষ্টি হয় সেনাপরিবেষ্টিত ১/১১।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us