কঠোর বিধিনিষেধের পর সড়কে চলছে গণপরিবহন। ধীরে ধীরে চালু হয়েছে পর্যটন কেন্দ্রসহ সব কিছু। দুই দিন ধরে শতভাগ গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের ভিড় লক্ষণীয়। সড়কে যানবাহন চলছে থেমে থেমে। চালকদের দাবি, যান চলাচলে ধীরগতি থাকলেও পর্যাপ্ত যাত্রীর দেখা মেলেনি।
শনিবার (২১ আগাস্ট) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকালের দিকে বাসগুলোতে পর্যাপ্ত যাত্রী থাকলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমেছে যাত্রী। যাত্রীদের তুলনায় যানবাহনের উপস্থিতি বেশি হওয়ায় সব সড়কেই যানজট আর ধীর গতি লক্ষণীয়।