এই মেঘ-বৃষ্টির দিনে ভ্যাপসা গরমে ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। সময়ে-অসময়ে হতে হয় ব্রিবতও। সুগন্ধি ব্যবহার করলেও প্রচণ্ড গরমে ঘামের কারণে সুগন্ধ আর থাকে না, সেটি পরিণত হয় দুর্গন্ধে। গরমে স্বাভাবিকভাবেই পারফিউম ব্যবহারের প্রবণতা বেড়ে যায়। কিন্তু ব্যবহৃত পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ থাকবে তো, কিংবা সুগন্ধ বেশি ছড়াবে তো, আবার উগ্র গন্ধ নয় তো বা কিছুক্ষণ পর বাজে গন্ধ সৃষ্টি হবে না তো-এমন প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়। যতো ভালো পারফিউমের ব্র্যান্ডই হোক না কেন, এমন চিন্তা থেকেই যায়। তবে, কিছু বিষয় মেনে চললে পারফিউমের গন্ধ হবে দীর্ঘস্থায়ী, ঘামের দুর্গন্ধের মাঝে সুগন্ধও বেশি ছড়াবে।