২০০৪ সালের ২১ আগস্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ১৭ বছর হলো। নিম্ন আদালতে রায় হলেও এ হামলার বিচার আটকে আছে উচ্চ আদালতে। চার্জশিটভুক্ত ৫২ আসামির ১৬জন পলাতক। এর মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তাকে ফিরিয়ে আনতে ও ইন্টারপোলের রেড নোটিশে দ্বিতীয় দফায় নাম ওঠাতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। কিন্তু এখনও ইন্টারপোল থেকে সাড়া পাওয়া যায়নি।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। নথিপত্রে তাকে পলাতক দেখানো হয়েছে।