নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পরই ২০১৭ সালে লিভারপুল থেকে কৌতিনহোকে কিনে নিয়ে এসেছিল বার্সেলোনা। কিন্তু যে আশা এবং ভরসা করে ব্রাজিলিয়ান এই তারকাকে কিনেছিল কাতালানরা, সে আশা আর পূরণ হয়নি। কৌতিনহোর জন্য খেলার জায়গাই খুঁজে বের করতে পারেনি বার্সা। বরং, মাঝে এক মৌসুম বায়ার্ন মিউনিখকে ধার দিয়েছিল তারা। ওই সময় বায়ার্নের কাছে (কৌতিনহো খেলেছিলেন বায়ার্নের হয়ে) ৮-২ গোলে হেরেছিল বার্সা।