আকস্মিক উত্থানের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় তালেবান নিয়ে সারা বিশ্বে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছে প্রতিবেশী দেশগুলো। বিশেষত ওই দেশের পার্শ্ববর্তী ও আঞ্চলিকভাবে প্রভাবশালী পাকিস্তান, ভারত ও চীন অভূতপূর্ব ধাঁধায় পড়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের কথিত শান্তিচুক্তির পর থেকে ওই কট্টরপন্থিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এই তিনটি দেশ। ওই গোষ্ঠীর উত্থানের নেপথ্যে ইসলামাবাদের সমর্থন থাকলেও এতে নিজ দেশে চরমপন্থা বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উইঘুর ইস্যুর কারণে কৌশলগত সম্পর্কে এগোচ্ছে বেইজিং। তবে ভারতের ব্যাপারে বিরূপ মনোভাব দেখাচ্ছে তালেবান।