অর্থনৈতিক দৈন্য, মানুষের আর্তনাদ

নয়া দিগন্ত হারুন-আর-রশিদ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১১:৫৮

করোনাভাইরাস দ্রুত বিস্তারের কারণে বিশ্ব অর্থনীতি এখন বড় ধরনের বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল দেশগুলোর দরিদ্র মানুষ করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কঠোর লকডাউনই করোনার বিস্তার রোধের উপায় ভেবে প্রায় দেড় বছর ধরে থেমে থেমে সরকার দেশজুড়ে যে ‘লকডাউন’ ঘোষণা করছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। করোনার বিস্তার রোধ করাও সম্ভব হচ্ছে না। করোনায় মৃত্যু ও সংক্রমণ কোনোটাই কমছে না। গত মাসের শেষ থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত টানা বেশ কিছুদিন দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যু ২০০ জনের কাছাকাছি বা ওপরে ছিল। করোনার বিস্তার এখন গ্রামপর্যায়ে চলে গেছে। এর মধ্যেই তুলে নেয়া হলো লকডাউন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us