রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি। রবিবার (১৫ আগস্ট) তিনি আফগানিস্তান ছেড়েছেন।
ব্রিটিশ সঙ্গবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।