তালেবানরা দ্রুতগতিতে আফগানিস্তান দখল করে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এই গোষ্ঠীর পোস্টগুলো নিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক দেশের সরকার এখনো তালেবানকে 'সন্ত্রাসবাদী' সংগঠন হিসেবে বিবেচনা করে।
ফেসবুক গতকাল নিশ্চিত করেছে, তারা তালেবানদের জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তাদেরকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও, তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্টকেও (ছবি, পোস্ট, ভিডিও) একইভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তবে, তালেবান সদস্যরা ফেসবুকের সহযোগীমাধ্যম হোয়াটসঅ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপটেড মেসেজিং সেবা ব্যবহার করে আফগান নাগরিকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন বলে জানা গেছে। যেকোনো বিপজ্জনক সংগঠনের সদস্যদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।