খেত থেকে কেটে আনা পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত একদল নারী-পুরুষ। পুকুরে হাঁটু পানিতে নেমে তারা কাজ করে চলেছেন নিরলসভাবে। এক হয়ে কাজ করা এসব নারী-পুরুষের মুখে দেখা যায় হাসির রেশ। তবে ভবিষ্যৎ চিন্তায় এলেই কপালে ভাজ দেখা দেয় তাদের।
বলছিলাম ঠাকুরগাঁও জেলার পাট চাষিদের কথা। সোমবার (১৬ আগস্ট) জেলার বিভিন্ন এলাকায় গিয়ে চাষিদের এমন অবস্থা লক্ষ্য করা যায়। জেলায় গতবারের তুলনায় এবার পাটের ফলন ভালো হলেও দাম নিয়ে চিন্তিত চাষিরা। তবু পাটে লাভের আশা করছেন তারা।