ওরা সমাজের প্রতিবন্ধকতা নয়

ইত্তেফাক শাকিরুল আলম শাকিল প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৫:১৪

মানুষের বিচিত্রতার শেষ নেই। কেউ একটু বেশি স্বাস্থ্যবান হলে, কারো স্বাস্থ্য কম। কারো বুদ্ধি বেশি হলে, কারো আবার কম। কেউ বেশি কথা বলে, কেউ বলে কম। কম-বেশির এই তফাত নিয়েই এগিয়ে চলে আমদের জগত্সংসার। এই তফাত মানুষের রুচিতে, আচার-ব্যবহারে, রীতি-নীতিতে, সামর্থ্য-সক্ষমতাতে। প্রতিবন্ধী বলতে বুঝায় এক ধরনের বিশেষ মানুষ, যারা সুস্থ-সবল কিন্তু সক্ষমতা সাধারণ মানুষের থেকে একটু কম। এটি কোনো রোগ নয়; সক্ষমতার তারতম্য মাত্র। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, অভিশাপও নয়। তারাও আমাদের মতোই মানুষ। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, স্বাদ-আহ্লাদ আছে। ‘প্রতিবন্ধী’ শব্দটা একটু শ্রুতিকটু শোনায়। তাই বর্তমানে তাদেরকে ‘বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us