আশির দশকের শেষভাগে সামরিক শাসনামলে যখন বেতার-টিভিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিলে রাজনৈতিক নেতাদেরও রোষানলে পড়তে হত, সেই চোখ রাঙানি উপেক্ষা করে সুরকার মলয় কুমার গাঙ্গুলী ও গীতিকার হাসান মতিউর রহমানের হাত ধরে সৃষ্টি হল ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই ...’ গানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে গানের দুই স্রষ্টা জানালেন ১৯৮৯ সালের দিকে রচিত এ গানের পটভূমি, সুর করার পর রেকর্ডিং নিয়ে নানা চড়াই-উৎরাই এবং গানটি প্রকাশের পর সুরকারের জীবনে নেমে আসা নিপীড়নের কথা।