পৌনে তিন বছরের শিশু ওমর ফারুক রাজধানীর কদমতলী এলাকায় বাসার সামনে খেলা করছিল। গত ৫ আগস্ট সেখান থেকে সে নিখোঁজ হয়। শিশুটির স্বজনরা থানায় জিডি করলে পুলিশ ওই এলাকার ৫৫টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্নেষণ করে দেখতে পায়, দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ঘটনার ৮ দিন পর শুক্রবার রাতে মানিকগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এরপর জানা যায়, তাকে অপহরণের পর মাত্র ছয় হাজার টাকা বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই অপহরণের জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলো- মো. আলিম, সজীব চন্দ্র দাস, শ্যাম চন্দ্র দাস, বাবুল সরকার ও তার স্ত্রী মিনুকা রানী।