গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে ছয়টিই ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের দখলে। আর দাম বাড়ার শীর্ষ ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে মাত্র দুটি।
গেল সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের উত্থান ঘটেছে।