করোনাকালে আটক শিশুদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে হত্যা-ধর্ষণের মামলা

প্রথম আলো প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১১:৫৬

করোনাকালে বিভিন্ন অভিযোগে আটক শিশু-কিশোরদের প্রায় অর্ধেকই হত্যা ও ধর্ষণ মামলার আসামি। গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও যশোরের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা নিবাসীদের মামলার তথ্য অনুসারে, ২৪ শতাংশের বেশি শিশুর বিরুদ্ধে হত্যা মামলা এবং আর প্রায় ২৬ শতাংশ শিশু আসামি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়, যার অধিকাংশই ধর্ষণের মামলা। তবে অনেক শিশুর পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে তাদের মামলায় আসামি করা হয়েছে।


বর্তমানে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে মোট নিবাসীর সংখ্যা ১ হাজার ৮৩। গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরই এই শিশু ও কিশোর-কিশোরীরা বিভিন্ন মামলায় আসামি হয়ে উন্নয়ন কেন্দ্রে এসেছে। তাদের ২৬৩ জনের (২৪ দশমিক ১ শতাংশ) বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। দুটি বালক কেন্দ্রের ৯৮৫ নিবাসীর মধ্যে ২৫৩ জনের (২৫ দশমিক ৬ শতাংশ) বিরুদ্ধে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ১৭৪ জন, যাদের দু-একজন বাদে সবার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us