তালেবানকে পিছু হঠাতে তিন ধাপের পরিকল্পনা প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়াল। এর অংশ হিসেবে স্থানীয় গোষ্ঠীগুলোকে অস্ত্র দিচ্ছে দেশটির সরকার। গতকাল বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়াল সংবাদমাধ্যমটিকে জানান, গত এক সপ্তাহের মধ্যে তালেবান আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী দখলের পর দেশটির সরকারি বাহিনী প্রধান মহাসড়ক, বড় শহর ও সীমান্তগুলোর নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছে।
গত পাঁচ সপ্তাহ আগে দেশের এক লাখ ৩০ হাজার সদস্যের শক্তিশালী পুলিশ বাহিনীর দায়িত্ব নেওয়া মির্জাকওয়াল আরও জানান সরকার স্থানীয় স্বেচ্ছাসেবী মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে।